আজকের সারাদেশ রিপোর্ট:
দৈনিক খবর পত্রিকার সাংবাদিক আহমাদুর রহমান শাওনকে শারীরিক নির্যাতন করে জোর পূর্বক ২৬ লাখ টাকার চেক আদায়ের মামলায় দুই যুববকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।
সোমবার(৭ নভেম্বর) সকালে চান্দগাঁও থানার বহদ্দারহাট সংলগ্ন খতিবের হাট এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক লুৎফর রহমান সুহেলের নেতৃত্ব পুলিশের একটি টিম। এসময় তাদের কাছ থেকে ২৬ লাখ টাকার দুটি চেকও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বহদ্দারহাট বারৈপাড়া এলাকার কায়সার হামিদ (৩৫) ও সাতকানিয়া উপজেলার আমিলাইশ শীল পাড়ার মৃদুল শীল (৪৮)।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, “জমি লেনদেনের মীমাংসার কথা বলে বাদিকে জোর পূর্বক মারধর করে ২৬ লাখ টাকার দুটি চেক আদায়ের মামলায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলেও পাঠানো হয়েছে।”
এরআগেও ২০১৭ সালের ১৪ নভেম্বর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী ও স্বরূপ ভট্টাচার্যের উপর হামলার ঘটনায় গ্রেফতার হয়েছিল কায়সার হামিদ।