”আওয়ামী লীগ সরকার দেশের টাকা অপচয় করে না”

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ”আওয়ামী লীগ সরকার একটা টাকাও অপচয় করে না। সরকার বাংলাদেশের প্রতিটি অর্থ ব্যয় করে মানুষের স্বার্থে, কল্যাণে, ভালো-মন্দের জন্য। রিজার্ভ থেকে কেউ পয়সা তুলে নিয়ে যায়নি। রিজার্ভের টাকা জনগণের কল্যাণে খরচ করা হয়েছে।”

আজ শনিবার সকোলে গণভবন থেকে ভার্চয়ালি যুক্ত হয়ে ঢাকা-আশলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ”এর মধ্যে করোনার আঘাত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা তৈরি হয়েছে। আমাদের অর্থনীতিতেও প্রভাব পরেছে। মনে রাখতে হবে, আমরা করোনার ভ্যাকসিন কিনে এনেছি। বিনা পয়সায় টেস্ট করিয়েছি, টিকা দিয়েছি। কোনো উন্নত দেশেও বিনা পয়সায় টেস্ট করেনি, ভ্যাকসিনও দেয়নি।”

শেখ হাসিনা বলেন, সারা বিশ্বে খাদ্য, জ্বালানির দাম ও পরিবহন খরচ বেড়ে গিয়েছে। ভোজ্যতেল, গম, ভুট্টা, ডাল আমাদের আমদানী করতে হচ্ছে। চাল আমরা উৎপাদন করছি, খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, তারপরও আমাদের কিছু আমদানী করতে হয়। বন্যায় যখন ফসল নষ্ট হলো তখন চাল আমদানী করতে হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা যতটুকু খরচ করেছি তা জনগনের কল্যাণে খরচ করেছি। জনগরেন স্বার্থে করেছি। জনগণের খাদ্য কেনা, ক্যান্সারের ওষুধ কেনা, জনগনের মঙ্গলের জন্য আমাদের করতে হয়েছে। সার, জ্বালানি তেল, বিদ্যুৎ আমাদের ক্রয় করতে হচ্ছে।

এসময় বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের মনে সব সময় ওই রকম ভয় থাকে। তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং মামলায় সাত বছরের কারাদণ্ড পেয়েছে। ২০ কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে। সে পলাতক আসামী। মানি লন্ডারিং যাদের অভ্যাস, তারা ওটাই জানে যে টাকা কিভাবে নিয়ে যেতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *