চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে এবার পাওয়া গেল ৫৬ টি স্বর্ণের বার। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫৮ লাখ টাকার বেশি। সকাল সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ১৪৮ থেকে এসব স্বর্ণ বার উদ্ধার করা হয়। কালো টেপে মুড়িয়ে এসব স্বর্ণ ৪জে নম্বর সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ছিল।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, এয়াপোর্ট ও এয়ারক্রাফট সার্কেল, শাহ আমানত বিমানবন্দর ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের যৌথ দল এসব স্বর্ণ উদ্ধার করে।
এ বিষয়ে চট্টগ্রম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. সাইফুর রহমান বলেন, বিমানটি সকাল ৮ টা ২৮ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণবারগুলো পাওয়া যায়। উদ্ধার হওয়া স্বর্ণের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।