এনআইডির কর্তৃত্ব রাখতে রাষ্ট্রপতিকে চিঠি দেবে ইসি

আজকের সারাদেশ রিপোর্ট:

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সকল পরিষেবার কর্তৃত্ব নির্বাচন কমিশনের অধীনে রাষ্ট্রপতির বরাবর চিঠি দেওয়া হবে বলে জানয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, ‘এ বিষয়ে নির্বাচন কমিশনের অফির্সাস সমিতি (বিইসিওএ) আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব।’

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত পরিষেবা দানে কমিশনের কর্তৃত্ব ধরে রাখার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি। এই নির্বাচন কমিশনার বলেন,, “আমরা চাইব এটা আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করতে। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন– সে রকম সিদ্ধান্ত নেবেন। এটা এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করবেন– সেটা করবেন।”

২০০৬ সাল থেকে নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজ করে আসছে জানিয়ে (ইসি) আলমগীর বলেন, “বিষয়টি নিয়ে আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। একদল প্রশিক্ষিত জনবল তৈরি হয়েছে। কর্তৃত্ব এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। এটি অন্যত্র নিয়ে গেলে সরকারকে নতুন করে জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে।
এছাড়া এটি সময়সাপেক্ষও।”

সরকার এনআইডি পরিষেবার সকল কতৃত্ব নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তো এটা ভোটার আইডি কার্ড হিসেবেও দিয়েছি। পরে এটাকে জাতীয় পরিচয়পত্র নামকরণ করা হয়। সরকার যদি কর্তৃত্ব কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যায় তাহলে আমরা ভোটার কার্ড ইস্যু করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *