ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি

আজকের সারাদেশ রিপোর্ট:

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার(১৪ নভেম্বর) বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসেন মেম্বার ও সাধারণ সম্পাদক মো. হাশেম চৌধুরী মেম্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের সদস্য ৯নং ওয়ার্ডের মো. মুছা তালুকদারকে। এছাড়াও
সদস্য সচিব করা হয়েছে পটিয়া উপজেলার পশ্চিম কালিয়াইশ ৬নং ওয়ার্ড শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের মোঃ মাহবুবুল আলম মেম্বারকে।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার নতুন কমিটির আহ্বায়ক মো. মুছা তালুকদার বলেন, সংগঠন আমার উপর আস্থা রেখে আমাকে এ দায়িত্ব দিয়েছেন। সংগঠন এবং সংগঠনের সকল সদস্যদের কল্যাণে কাজ করার জন্য জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ গ্রাম হবে শহর, আমার গ্রাম আমার শহর বাস্তবায়নের লক্ষ্য তৃণমূল জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হয়, তাই তৃণমুল পর্যায়ে  সাধারণ-মানুষদের অধিকার আদায় ও নিজেরা চরম অবহেলার পাত্র হতে, মুক্তি পাওয়ার লক্ষ্যে মেম্বারদের সু-সংঘটিত হওয়া খুবই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *