চট্টগ্রাম প্রতিনিধি:
ঢাকায় নয়া পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের জেরে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ক্ষতিগ্রস্থ এক গাড়ির মালিক বাদি হয়ে মামলাটি করেন। বৃহস্পতিবার সকালে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের হয়। এতে ১০ জনের নাম উল্লেখ ও ৩০-৪০ জনকে অজ্ঞাতকে আসামী করা হয়েছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির বলেন, মিছিল থেকে গাড়ি ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চলছে। বুধবার রাতে হঠাৎ নগরীর আলমাস সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নগর ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিল থেকে বেশ কয়েকটি প্রাইভেটকার ভাংচুর ও একটি পিকআপে আগুন দেয়া হয়। অবশ্য গাড়ি ভাংচুর আর অগ্নিসংযোগের অভিযোগ অস্বীকার করেছে নগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম।