আজকের দুনিয়া ডেস্ক:
ইউক্রেন যুদ্ধে ১০ মাস পার হতে চললো। এমন সময়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়ে দিলেন, এখনই শেষ হচ্ছে না এই যুদ্ধ। সেই সাথে মস্কোর পারমানবিক অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেন নি তিনি। খবর বিবিসি ও সিএনএন’র।
ইউক্রেনে এ হামলাকে রাশিয়া বিশেষ সামরিক অভিযান বলে দাবী করে। ক্রেমলিনে রুশ মানবাধিকার কাউন্সিলের সাথে বৈঠক শেষে পুতিন বলেন, বিশেষ সামরিক অভিযানের দীর্ঘায়িত প্রকৃতি এবং এর ফলাফল বিবেচনায় বলা যায়, এটি শেষ হতে আরও সময় লাগবে। তাঁদের এই বিশেষ অভিযানের জন্য তাঁরা দ্রুত আরও সৈন্য সংগ্রহের কোনো প্রয়োজন দেখেন না।
এসময় পারমানবিক মস্কোর পক্ষ থেকে পারমানবিক হামলাও অসম্ভব কিছু নয় বলে জানিয়ে দেন পুতিন। তিনি বলেন, মস্কো সব ধরনের পদ্ধতি অবলম্বন করে অভিযান চালিয়ে যাবে। রাশিয়ার পারমাণবিক অস্ত্র উসকানির জন্য নয়। এটি প্রতিরক্ষায় ব্যবহারের জন্য। রাশিয়া কোনো পরিস্থিতিতেই প্রথমে এই ধরনের অস্ত্র ব্যবহার করবে না। কিন্তু রাশিয়ার ওপর আক্রমণ হলে মস্কো হাত গুটিয়ে থাকবে না।
পুতিন বলেন, “শত্রুর হামলার জবাবা হিসেবেই আমরা পরমানু অস্ত্র ব্যবহার করবো।”
পুতিনের এমন মন্তব্যের পর এটিকে ফাঁকা বুলি হিসেবে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজও দাবী করেছেন, পারমানবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি আপাতত কমেছে।
এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া তার বোমা হামলা অব্যাহত রেখেছে। রুশ বিমান হামলায় বুধবার দোনেৎস্কে ১০ বেসামরিক নাগরিক নিহতের দাবী করেছে ইউক্রেন।