একের পর এক বিদেশী রাষ্ট্রদূতকে তলব করছে ইরান

দুনিয়া ডেস্ক:

চলমান ইস্যুতে পশ্চিমা দেশগুলোর তৎপরতায় একের পর এক বিদেশী রাষ্ট্রদূতকে তলব করে চলেছে ইরান। এবার তলব করা হলো জার্মান ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে। খবর এএফপির।

শনিবার ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন শেরক্লিফকে তলব করে তেহরান। একই ইস্যুতে শুক্রবার জার্মান রাষ্ট্রদূত হান্স-উডো মুজেলকে তলব করে দেশটি। এ নিয়ে গত তিন মাসের কম সময়ের মধ্যে ১৫ বার বিদেশী রাষ্ট্রদূত তলব করলো ইরান।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরানের বিরুদ্ধে ক্রমাগত চাপসৃষ্টির প্রেক্ষিতে কুটনৈতিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে বিদেশী রাষ্ট্রদূতদের তলব করছে তেহরান।

কঠোর বিধি মেনে হিজাব না পরার অভিযোগে ১৩ সেপ্টেম্বর ইরানের রাজধানী তেহরানে কুর্দি তরুণী মাসা আমিনিকে (২২) গ্রেপ্তার করে নীতি পুলিশ। পরে পুলিশ হেফাজতে ১৬ সেপ্টেম্বর তিনি মারা যান। এরপরই হিজাব বিরোধী বিক্ষোভ শুরু হয় গোট ইরানজুড়ে।

দেশটির গণমাধ্যম আইআরএন বলছে, সন্ত্রাস ও অস্থিরতায় ‍যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারিরও প্রতিবাদ জানায় তেহরান। ইরান দেশটিতে চলমান অস্থিরতাকে দাঙ্গা বলে অভিহিত করছে। একই সাথে এই অস্থিরতাকে বিদেশী মূলত পশ্চিমারা উস্কানি দিচ্ছে বলেও অভিযোগ তেহরানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *