বিএনপির ৫ সংসদ সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পাঁচজন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার শিরীণ শারমিন চৌধুরীর কাছে তারা পদত্যাগপত্র জমা দেন। আজ রবিবার জাতীয় সংসদ সচিবালয়ে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।
জাতীয় সংসদে বিএনপির ৭ জন সংসদ সদ্য থাকলেও আজ ৫ জন পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাকিরা পরে জমা দেবেন বলে দলটি জানিয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে থাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আব্দুস সাত্তার অসুস্থ থাকায় তারা সশরীরে পদত্যাগপত্র দেননি।
পদত্যাগপত্র জমা দেয়া ৫ সংসদ সদস্য হলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল আসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসনে, বগুড়া-৬ আসনের জি এম সিরাজ এবং সংরক্ষিত আসনের রুমিন ফারহানা।
এ সংসদের মেয়াদ রয়েছে একবছরেরও বেশি সময়।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে জাতীয় সংসদের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। নিয়মানুযায়ী শূণ্য আসনে উপ নির্বাচন হবে বলেও মন্তব্য করেন তিনি।