খবরদুনিয়াপ্রধান খবরসর্বশেষ
সামরিক শক্তি প্রদর্শন করলো হামাস

দুনিয়া ডেস্ক:
অবরুদ্ধ গাজার পথে পথে অস্ত্র হাতে নিজেদের শক্তিমত্তার প্রদর্শন করলো হামাস। ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করে তারা। এসময় বিভিন্ন গাড়িতে চড়ে সামরিক পোষাক ও অস্ত্রে সুসজ্জিত হয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তা তুলে ধরে সংগঠনটি।
ফিস্তিনির পতাকা ও ইসলামী আন্দোলনের প্রতিক সবুজ পতাকা হাতে শোভাযাত্রায় যোগ দেন হামাস যোদ্ধারা। এসময় তারা বিভিন্ন স্লোগানও দেন। ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই নিজেদের শক্তি বৃদ্ধির দিকে নজর দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। এরপর থেকেই নিজেদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করে চলেছে তারা। ইতোমধ্যেই তারা বহু টানেল খনন ও রকেট বৃদ্ধি করেছে। তারা তাদের অর্থের বেশিরভাগই সামরিক উৎকর্ষতা বৃদ্ধিতে ব্যয় করে।