খবরদুনিয়াপ্রধান খবরসর্বশেষ

ইউক্রেনের বিদ্যৎকেন্দ্রে রুশ হামলা, অন্ধকারে ওডেসা শহর

দুনিয়া ডেস্ক:

ইউক্রেনের দক্ষিণপ্রান্তের শহর ওডেসার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই ড্রোন হামলার পরই ১৫ লক্ষ লোকের আবসস্থল ওডেসা পুরোপুরি অন্ধকারে ডুবে গেছে। এতে প্রবল ঠান্ডায় কাবু হয়ে গিয়েছেন লক্ষ লক্ষ মানুষ।

শনিবার একটি ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রুশ বাহিনী কামিকেজ ড্রোন ব্যবহার করে শহরের বিদ্যুৎকেন্দ্রে ক্ষেপনাস্ত্র বর্ষণ করেছে। এতেই কৃষ্ণসাগরের তীরে ওডেসা শহর ডুবে গিয়েছে অন্ধকারে।

ইউক্রেনের সামরিক বাহিনীর দাবী, ওডেসা এবং মাইকোলাইভে হামলা চালায় রাশিয়া। এজন্য তারা ইরানের তৈরী ড্রোন ব্যবহার করেছে। এই মুহূর্তে ইরান রাশিয়ার সবচেয়ে বড় সামরিক পরামর্শদাতা ও অস্ত্রের যোগনদাতা বলেও দাবী তাদের। কিয়েভের দাবী, রাশিয়া ১৫ টি ড্রোন ছাড়ে। তার মধ্যে ১০ টিকে গুলি করে ভূপাতিত করার দাবী করছে ইউক্রেন। কিন্তু বাকি পাঁচটির ব্যাপারে কিছু জানায়নি তারা।

এদিকে বিদ্যুৎহীন অবস্থায় লাখ লাখ মানুষ ঠান্ডায় কষ্ট পাচ্ছেন। ইউক্রেনের অতি ঠান্ডার শীতকালে ঘর ও খাবার গরম সবই হয় বিদ্যুতের মাধ্যমে। কিন্তু ওডেসা শহর বিদ্যুৎহীন হওয়ায় ঠান্ডায় মারাত্মক ব্যহত হচ্ছে জনজীবন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অবস্থা স্বীকার করে বলছেন, পরিস্থিতির উত্তরণে কাজ করছে তার সরকার। তবে সেটি করতে কিছুদিন সময় লাগবে। ততদিন ঠান্ডার সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button