বিদায়ী বছরে কম দামে পেয়েছেন স্মার্টফোন, বেশি দামে বিমানের টিকিট

দুনিয়া ডেস্ক:
সদ্য বিদায়ী ২০২২ সালে কোন পণ্য বা সেবার দাম সবচেয়ে বেড়েছে? এমন প্রশ্ন করা হলে যে কেউ চিন্তায় পড়ে যাবেন নিশ্চিত। তবে অত চিন্তা না করে আসুন জেনে নিই কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো।
মার্কিন গণ্যমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিগত বছরে দাম কমার তালিকায় শীর্ষে ছিল ইলেকট্রনিকস সামগ্রী। বিশেষ করে টেলিভিশন, মুঠোফোন, কম্পিউটারের মত পণ্যের দাম ছিল আগের চেয়ে সস্তা।
প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের দাম প্রায় ২৩ শতাংশ, টেলিভিশনের দাম ১৭ শতাংশ এবং কম্পিউটারের দাম সাড়ে ৪ শতাংশ কমেছে। আর সব মিলিয়ে ইলেকট্রনিকস পণ্যের দাম কমেছে গড়ে ১ শতাংশ।
মূলত ভোক্তা চাহিদা কমায় এসব পণ্যের দাম কমেছে বলে জানায় সিএনএন। তারা বলছে বেস্ট বাই, ওয়ালমার্টের মত প্রতিষ্ঠানগুলো বিপুল পণ্য মজুদ করেছিল। চাহিদা বাড়লে তা ভালো দামে বিক্রী করার আশায়। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধে সব হিসেব পাল্টে যায়। চাহিদা না বেড়ে বরং কমে। এতেই দাম কমে যায় এসব পণ্যের।

অন্যদিকে বেড়েছে পোশাকসহ প্রশাধনী পণ্যের দামও। বিভিন্ন ধরণের পোশাকের দাম বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। জুতার দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ। আর ক্রীড়া সামগ্রীর দাম বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। তবে সবচেয়ে বেশি বেড়েছে বিমান টিকিটের দাম। করোনাকালীন সবচেয়ে ক্ষতিগ্রস্থ এ খাতটি এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছে বলা যায়। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভ্রমণপিপাসুরা ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশ। এতেই চাহিদা বাড়ে বিমান টিকিটের। ফলে দামও বেড়েছে চাহিদার সাথে পাল্লা দিয়ে। গড়ে প্রায় ৩৬ শতাংশ বেড়েছে বিমান টিকিটের দাম।