খবরপ্রধান খবরসর্বশেষসারাদেশ

টাকা ফেরত চেয়ে ভোটারের বিরুদ্ধে প্রার্থীর মামলা

সিলেট প্রতিনিধি:

নির্বাচনে হেরে এবার ভোটারদের কাছে টাকা ফেরত চেয়েছেন এক প্রার্থী। টাকা চেয়েও না পেয়ে এবার পাওনা টাকা আদায়ে আদালতের দারস্থ হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সিলেটে।

জানা গেছে, গত ১৭ অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়েছিলেন অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী। তিনি ৭ নম্বর গোপালগঞ্জ ওয়ার্ড থেকে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে তিনি হেরে যান। এখন প্রায় আড়াই মাস পর তিনি টাকা ফেরত চেয়ে ৬৬ প্রার্থীর বিরুদ্ধে মামলা করেন।

তাঁর অভিযোগ, জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে প্রচারণার সময় অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরীর কাছ থেকে ভোটের প্রতিশ্রুতি দিয়ে এসকল ভোটাররা বিভিন্ন সময় অর্থ কর্জ করেন। কিন্তু অভিযোগ, তারা নির্বাচনে মুজিবুরকে ভোট দেননি। ফলে তিনি হেরে যান।

এরপর বারবার টাকা ফেরত চেয়েও না পেয়ে পহেলা জানুয়ারি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে তিনি মামলাটি করেন। আদালতের বিচারক শাকিলা ফারজানা চৌধুরী সুমু শুনানি শেষে সমূহ আসামিদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছেন। মুজিবুর রহমান চৌধুরীর আইনজীবী অ্যাডভোকেট দেব্রত চৌধুরী লিটন বলেন, ৬৬ ভোটার বাদির কাছ থেকে ধার কর্জ হিসেবে মোট ১৩ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী গত ১৭ অক্টোবর টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও গড়িমসি করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button