বেসরকারী চার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না

শিক্ষা ডেস্ক:
বেসরকারী চার বিশ্ববিদ্যালয়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করতে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। এ নিষেধাজ্ঞা চলতি মাস থেকে কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় পড়া চার বিশ্ববিদ্যালয় হলো আশা, স্টামফোর্ড, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।
জানা গেছে, বারবার সময় দেয়ার পরও স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ার কারণেই এই নিষেধাজ্ঞা। এছাড়া এসব বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে যেতে প্রয়োজনীয় চেষ্টাও করেনি। ফলে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি।
আইন অনুযায়ী, প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নিয়ম রয়েছে। কিন্ত অনেক বিশ্ববিদ্যালয়ই এই নিয়মের তোয়াক্কা করছে না। মূলত বিভাগীয় শহর থেকে দূরে ক্যাম্পাস করলে শিক্ষার্থী পাওয়া যাবে না সেই শঙ্কা থেকেই বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব ক্যাম্পাসে যেতে অনিহা। অনেক বিশ্ববিদ্যালয় যদিও এরই মধ্যে স্থায়ী ক্যাম্পাসে গিয়েছে। তবে এখনও অনেক বিশ্ববিদ্যালয় আংশিক স্থায়ী ক্যাম্পাসে গিয়েছে। ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র বলেন, যেসব বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী ভর্তি করাতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা চলতি মাস থেকেই কার্যকর হবে।