রাজনীতিসারাদেশ

শীতে অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি নওফেলের আহ্বান

আজকের সারাদেশ রিপোর্ট:

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তাপপ্রবাহের তারতম্য কারণে অসহায়, গরীব শ্রেণির মানুষ শীতে কষ্ট পাচ্ছে। মানুষ তো মানুষেরই জন্য। তাই এ সময়ে আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এনায়েত বাজার ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর নিলু নাগের উদ্যোগে গোয়াল গাড়া বজ্রধাম মন্দির প্রাঙ্গণে শীতার্ত ও গরীব অসহায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা ধাপে ধাপে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রোরেল, স্যাটেলাইটসহ তথ্য প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি এখন দৃশ্যমান। তাই সবার প্রতি আহবান শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হই। আগামী নির্বাচনী নৌকার বিজয় সুনিশ্চিত করি।

সাবেক ছাত্রনেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম চৌধুরী হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, আওয়ামীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় আরো উপস্থিত ছিলেন এনায়েত বাজার আওয়ামী লীগ নেতা মানিক ঘোষ, বিপু ঘোষ বিলু, রিটু দাশ বাবলু, নগর শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সুজিত ঘোষ,দিপু নাথ, রতন ঘোষ, সাবেক কেন্দীয় ছাত্রলীগ নেতা আশিকুল্নবী চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী দেবিকা ঘোষ, শিমুল দাশ, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ, শুভ দত্ত প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button