খবরশিক্ষাসর্বশেষসারাদেশ

চট্টগ্রামে ৬ কলেজের শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থী সংকট ও নিয়মিত অধ্যক্ষ না থাকা, প্রদত্ত ঠিকানায় গরমিলসহ নানা কারণে চট্টগ্রামের ৬ টি কলেজে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। এর ফলে ২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কোনো শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না তারা।

কলেজ গুলো হলো, চট্টগ্রাম জিলা কলেজ পাঁচলাইশ, আগ্রাবাদ এলাকার চট্টগ্রাম সিটি বিজ্ঞান কলেজ, নগরের কাজীর দেউড়ি এলাকার মেট্রোপলিটন কমার্স কলেজ, চকবাজার এলাকার ল্যাবরেটরি কলেজ, কোতোয়ালী এলাকার সিটি পাবলিক কলেজ। এছাড়াও স্বাধীনতা বিরোধী ব্যক্তির নামে স্থাপন করা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন না করায় হাটহাজারীর ফজলুল কাদের চৌধুরী আইডিয়্যাল স্কুল এন্ড কলেজের পাঠদানের অনুমতি বাতিল করা হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক বলেন, কলেজগুলোতে কাগজে-কলমে যে ঠিকানা উল্লেখ করা আছে, সেখানে গিয়ে কলেজটি খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও কলেজটিতে অধ্যক্ষ নেই। দীর্ঘ দিন ধরে কমিটি নেই, শিক্ষার্থী সংখ্যাও খুব কম। নিয়মিত শিক্ষকও তেমন নেই।  যে অবস্থায় একটি শিক্ষা প্রতিষ্ঠান আসলে চলতে পারে না। সবমিলিয়ে কলেজগুলোতে ভর্তি কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button