রাজ-পরীমনি যাচ্ছেন দুবাই

বিনোদন প্রতিবেদকঃ

শোবিজ জগতে বছরের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ-পরীমনি দম্পতি। বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়ে সেই আলোচনার জন্ম দিয়েছিলেন পরীমনি নিজেই। এরপর পরীমনির সাথে সংসার করবেন না এমন ঘোষণা দিয়ে সে আগুণে ঘি ঢালেন রাজ। এবার নতুন খবর হলো এ দম্পতি একসাথে যাচ্ছেন দুবাই।

এক ভিডিও বার্তায় চিত্রনায়ক শরিফুল রাজ জানান এ তথ্য। সেখানে তিনি বলেন, “আমি ও পরিমনি দুবাইয়ে আসছি।” তাহলে কি রাজ-পরী অভিমান গলতে শুরু করলো? দাম্পত্য কলহ ভুলে তারা কী আবারও এক হচ্ছেন? সেসব প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

আপাতত এটুকু জানা যাচ্ছে যে, প্রবাসী বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধাদের সম্মাননা জানাতে এক উদ্যোগ নেয়া হয়েছে দুবাইতে। ১৫ জানুয়ারি আজমাইন উইনার স্পোর্টস ক্লাবে বসছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ডস।’ সেটিতে যোগ দিবেন রাজ-পরী দম্পতি। সে অনুষ্ঠানে এ দুই তারকা ছাড়াও শাকিব খান, ইলিয়াস কাঞ্চন, তমা মির্জা, রায়হান রাফীসহ একঝাঁক ঢালিউড তারকা অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *