ক্রিকেটখেলা

বিরাট কোহলির একটি ব্যাটের দাম অনেকের মাসের বেতনেরও বেশি!

ক্রীড়া ডেস্ক:

ক্রিকেট দুনীয়ার সব রেকর্ড যেন লুটিপুটি খায় বিরাট কোহলির ব্যাটের তলায়। কোহলি এমনই এক আগ্রাসী-ব্যাটার মাঠে নামলে যার ব্যাট যেন পড়ে তলোয়ার। যতই দিন যাচ্ছে, আরও শাণিত হচ্ছে কোহলির ব্যাট। কী টি-২০, কী ওয়ানডে, কী টেস্ট — সব সংস্করণেই একই আগ্রাসনের কোহলিকেই দেখতে পায় বিশ্ব।

তো যে ব্যাটে মাঠে স্ট্রোকের ফুলঝুরি ছড়ান বিরাট, সেই ব্যাটের আসলে দাম কত? প্রাক্তন ভারতীয় অধিনায়কের ঝুড়িতে আসলে একাধিক ব্যাট রয়েছে।

যদি ব্র্যান্ডের দিকে তাকাতে হয়, তাহলে তিনি এমআরএফ ব্র্যান্ডের স্টিকার নিজের ব্যাটে লাগান। বেশ কয়েক বছর ধরেই তিনি এই ব্র্যান্ডকে প্রোমোট করছেন। অবশ্য তাঁর ব্যাটের দাম যদি বিচার করা হয়, তাহলে সেটা গ্রেনের ওপরে নির্ভর করবে। গ্রেন বিষয়টি একটি উইলো গাছের বয়সের সঙ্গে সম্পর্কিত।

বিরাট সচরাচর ১০-১২ গ্রেনের ইংলিশ উইলোর ব্যাট ব্যবহার করে থাকেন। এই ব্যাটের ওজন প্রায় ১ হাজার ২০০ গ্রাম হয়।

বিরাট যে ব্যাট ব্যবহার করেন, তার দাম শুরু হয় ভারতীয় মুদ্রায় ১৭ হাজার টাকা থেকে। কোনো কোনো ক্ষেত্রে সেটি ২৩ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত উঠতে পারে। অনেকের মাসের বেতনও তো তা নয়, যা দাম বিরাটের একটি ব্যাটের!

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button