খবরশিক্ষাসারাদেশ

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ৬ শিক্ষার্থীকে শোকজ

আজকের সারাদেশ রিপোর্ট:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়াও ১০ জানুয়ারি বেলা ৩টার মধ্যে ছাত্রকল্যাণ দপ্তরে সশরীর হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দুপুরের দিকে পর্যবেক্ষণকারী দলের অভিযোগের ভিত্তিতে স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৫২তম জরুরি সভায় ওই ছয় শিক্ষার্থীকে শোকজ করা হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

শিক্ষার্থীরা ২০২০-২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক স্বাক্ষরিত পৃথক ৬টি ‘কারণ দর্শাও’ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিগুলোয় বলা হয়েছে, ২ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টায় বঙ্গবন্ধু হলের ছাদে ‘২১ ব্যাচের (২০২১-২২ শিক্ষাবর্ষ) চার শিক্ষার্থীকে র‍্যাগিং দেওয়ার সময় ২০ ব্যাচের (২০২০-২১শিক্ষাবর্ষ) ৬ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়।

বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধকল্পে গঠিত পর্যবেক্ষণকারী দল (ভিজিল্যান্স টিম) কর্তৃক লিখিত অভিযোগ অনুযায়ী এটি করা হয়েছে। শিক্ষার্থীদের এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুযায়ী একটি শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৬ শিক্ষার্থী  ইচ্ছা করলে ১১ জানুয়ারি বেলা ৩টায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় উপস্থিত হয়ে তাঁদের স্বপক্ষে ব্যক্তিগত শুনানি প্রদান করতে পারবেন। সে ক্ষেত্রে ব্যক্তিগত শুনানির জন্য লিখিত আবেদন ছাত্রকল্যাণ দপ্তরে ১০ জানুয়ারি বেলা ৩টার মধ্যে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম বলেন, ২ জানুয়ারি রাতে ১ম বর্ষের (২০২১-২২শিক্ষাবর্ষ) ৪ শিক্ষার্থীকে ২০২০-২১ শিক্ষাবর্ষের কয়েক শিক্ষার্থী বঙ্গবন্ধু হলের ছাদে নিয়ে যান। সংশ্লিষ্ট শিক্ষকেরা ঠিক সে সময় সেখানে উপস্থিত হন। ঘটনার সততা পান। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে এখন খুবই কঠোর অবস্থানে আছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button