ক্রিকেটখেলাপ্রধান খবর

সাকিবের চোখ এবার পাপনের চেয়ারে!

ক্রীড়া প্রতিবেদক:

প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পেলে দুই মাসেই বিপিএলের মত টুর্নামেন্টের চেহেরা বদলে দেবেন-এমন কথা বলে দেশের ক্রিকেট অঙ্গনে ভালোই একটা কাঁপুনি দিয়েছেন সাকিব আল হাসান। এই মন্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মাঝে আবারও যেন বোমা ফাটালেন বাঁহাতি তারকা অলরাউন্ডার। এবার সাকিব আল হাসান জানালেন সুযোগ থাকলে সিইও নয়, বিসিবি প্রেসিডেন্টই হতে চান তিনি। 

স্কয়ার কনজ্যুমারের ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে রোববার রাজধানীর একটি হোটেলে এসেছিলেন সাকিব। সেখানেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন রাখঢাক না রেখেই।

অনুষ্ঠানে সাকিবের কাছে এক ভক্তের প্রশ্ন ছিল, বিসিবি যদি প্রস্তাব দেয় সিইও হতে চান কী না? তখন হাসতে হাসতেই সাকিব, বলেন, ‘হলে তো বিসিবির প্রেসিডেন্ট হওয়াই ভালো।’ সাকিবের উত্তরে হলভর্তি ভক্তরা উৎসবে ফেটে পড়েন। হাত তালি দিয়ে সাধুবাদ জানাতে জানাতে তাঁরাও যেন বলছিলেন, এটা তো আমাদেরও মনের কথা!

আয়োজনে প্রশ্ন ছিল অলরাউন্ডার সাকিবের আদর্শ কারা। উত্তরে সাকিব জানান, বিভিন্ন সময় বিভিন্ন জনের খেলার বিভিন্ন দিক ভালো লাগলেও নিজের আদর্শ নিজেই। সাকিব বলেন, ‘ছোটবেলায় সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়ের ব্যাটিং, ডেনিয়েল ভেট্টোরি, সাকলায়েন মুশতাকের বোলিং ভালো থাকত। তবে নিজের আদর্শ নিজেই।’ 

কতদিন মাঠে থাকতে চান তাও জানিয়ে দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বলেন, ‘ফিটনেস থাকবে, মনের ইচ্ছে থাকবে, খেলতে থাকব।’ 

সাকিবের ফিটনেস, মনের ইচ্ছের দৈর্ঘ্য বাড়ুক সেটিই হয়তো চাইবে দেশের আপামর ক্রিকেটভক্তরা। আর সাকিবের মাঠের পথচলা থামলে নিশ্চয় তাঁকেই ক্রিকেটের হর্তাকর্তা হিসেবেই দেখতে চাইবেন সবাই।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button