বুয়েট শিক্ষার্থী ফারদিনের বান্ধবী কারাগার থেকে মুক্তি পেলেন

গাজীপুর প্রতিনিধিঃ

অবশেষে মুক্তি পেলেন বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর পর আটক হওয়া তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার ফারহানা আক্তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতেই বুশরার জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে আজ দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।

কারাগার থেকে মুক্তির পর একাই কারা ফটক দিয়ে বের হন বুশরা। পরে একটি অটোরিকশায়োগে চলে যান তিনি। এড়িয়ে যান গণমাধ্যম কর্মীদের।

গত ৮ জানুয়ারি ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আয়াতুল্লাহ বুশরার জামিন মঞ্জুর করেন।

৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় আমাতুল্লাহ বুশরাসহ অজ্ঞাতদের বিরুদ্ধে রামপুরা থানায় ফারদিনের বাবা নূরউদ্দিন রানা বাদী হয়ে মামলা করেন। মামলার পর গত ১০ নভেম্বর রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *