জাতীয়প্রধান খবর

এক বছরে ভোটার বেড়েছে ৫.১%

আজকের সারাদেশ রিপোর্ট:

গত বছরের তুলনায় এবার দেশে ভোটার বেড়েছে ৫.১ শতাংশ। নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত খসড়া ভোটার তালিকা অনুযায়ী, আজ ১৫ জানুয়ারী পর্যন্ত ভোটার দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। ২০২২ সালের ২ মার্চ দেশে মোট ভোটার সংখ্যা ছিল ১১৩,২৮৭,০১০ জন।

রোববার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে।

হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে পুরুষ ভোটার সংখ্যা ৬০,৩৮৩,১১২; নারী ভোটার সংখ্যা ৫৮,৬৭৭,২০৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৩৭ জন। গত এক বছরে ভোটার তালিকায়, ৭,৯৮৩,২৭৭ জন নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি ২২০৯,১২৯ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পাঠানো চিঠিতে ১৫ জানুয়ারি খসড়া তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়। প্রতিবছর ২ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হলেও এবার সেটি হয়নি। ভোটার তালিকার নিয়মানুযায়ী, ২ জানুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তালিকা হালনাগাদ করার বিধান রয়েছে। গত বছরের ২০ মে থেকে তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button