জাতীয় গ্রিডে ভোলার গ্যাস যুক্ত হবে আগামী মাসেই

আজকের সারাদেশ রিপোর্ট:

দ্বীপ জেলা ভোলার গ্যাস আগামী মাস (ফেব্রয়ারি) থেকেই জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, “আগামী মাসের শুরু থেকেই ভোলার গ্যাস আনা হবে। তবে পাইপলাইনে নয়, আপাতত সিএনজিতে রূপান্তর করে কনটেইনারে ভরে মূল ভূখণ্ডে এনে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে।”

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলন-২০২৩ এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। দেশে গ্যাস সংকটের মধ্যে সোমবার (২৩ জানুয়ারি) ভোলা নর্থ-২ কূপে প্রাকৃতিক গ্যাসের বড় মজুতের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছিল বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

বর্তমানে ভোলায় ৯টি গ্যাস কূপ রয়েছে। তবে দ্বীপজেলাটি থেকে ন্যাশনাল গ্রিড গ্যাস ট্রান্সমিশন কোম্পানি অব বাংলাদেশ (জিটিসিএল) এর পাইপলাইনের মাধ্যমে এখনও গ্যাস সরবরাহ ব্যবস্থা তৈরি করা যায়নি। ফলে ভোলায় উৎপাদিত গ্যাস স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রগুলোসহ অন্যান্য চাহিদা পূরণে ব্যবহার হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *