বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানির প্রস্তাব খতিয়ে দেখছে দিল্লি

আজকের সারাদেশ রিপোর্ট:

বাংলাদেশের কাছে নেপালের বিদ্যুৎ রপ্তানির সময় ভারতীয় এলাকা ব্যবহার করার বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি। কূটনৈতিক সূত্রের মতে, এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাই বেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

প্রাথমিকভাবে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকে রপ্তানির পরিকল্পনা করছে নেপালের। নেপাল ইলেকট্রিসিটি অথরিটি (ইএসি) জানিয়েছে, ভারতের বিদ্যুৎ পরিবহনের বর্তমান পরিকাঠামো ব্যবহার করে এই বিদ্যুৎ পাঠানোর জন্য নয়াদিল্লির অনুমতি চাওয়া হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ এবং নেপালের মধ্যে গত আগস্ট মাসে চুক্তি হয়েছে।

আগামী মাসে নয়াদিল্লিতে নেপালের সংশ্লিষ্ট কর্তাদের সঙ্গে বৈঠক হবে ভারতের। চুক্তি চূড়ান্ত হতে পারে সেই বৈঠকেই। বাংলাদেশের পক্ষ থেকেও শক্তি-বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সহযোগিতা প্রার্থনা করা হয়েছে।

বাংলাদেশ এখন ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। ঢাকা চায় নেপালের সঙ্গে যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প গড়ার যে কাজে ভারতের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *